প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয়ী ব্যারিস্টার সুমন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৩:৪৪:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নির্বাচনের কিছুদিন আগে ব্যারিস্টার সুমন এক সাক্ষাতকারে বলেছিলেন ‘মেসি দুনিয়া বদলাতে পারলে আমি কেন একটা এলাকা পারবোনা’। অবশেষে সুমনের সেই কথাই সত্যি হলো। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়ে সবার মন জয় করে নিয়েছেন।
পুরো নাম সৈয়দ সায়েদুল হক। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন নামেই বেশী পরিচিত, আলোচিত। সেই সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৬৯ হাজার ৫৪৩ ভোট। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ব্যারিস্টার সুমন সোস্যাল মিডিয়ার আইকন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় নানা সামাজিক কাজ করে আলোচনায় আসেন। চুনারুঘাটে ৪৯টি ব্রীজ করে সবার নজর কাড়েন। এছাড়া তিনি চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের বিপদে এগিয়ে আসতেন। ঘর তৈরী করে এবং আর্থিক সহযোগিতার কারণেই তিনি মানুষের মন জয়ে করে দেন। এছাড়াও তিনি যে কোনো জনগুরুত্বপূর্ণ সমস্যা সম্ভাবনা নিয়ে ফেইসবুক লাইভে আসার পরও ব্যাপক প্রশংসা পান। বিগত বন্যায়ও রেখেছেন অভাবনীয় অবদান।
পাশাপাশি তিনি দুই উপজেলায় রাজশাহীর প্রায় ৩৫ হাজার আমের চারা বিতরণ করেন। এর বাইরে তিনি ফুটবল নিয়ে সারা দেশে আলোচিত ছিলেন। ফুটবল একাডেমি করে খেলোয়াড় তৈরি করে আলোচনায় আসেন। ব্যারিস্টার সুমনের বিজয়ের মধ্য দিয়ে চুনারুঘাট-মাধবপুরে ৪৩ বছর পর নৌকার পরাজয় দেখলো মাধবপুর-চুনারুঘাটবাসী।