ছাড় দেয়া আসনেও জিততে পারেননি জাপা ॥ কেয়া চৌধুরীর চমক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৪:৫৪:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিলো আওয়ামীলীগ। আওয়ামী লীগ তাদের প্রার্থী জেলা সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলো জাপা প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবুর সমর্থনে। কিন্তু প্রচারণার শুরুতে লাঙ্গল প্রতীকের বাবুর বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ভোট লড়াইয়ের চূড়ান্ত পর্বে গতকাল সংরক্ষিত আসনের সাবেক এই সংসদ সদস্য ঈগল প্রতীক নিয়ে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।
আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া প্রখ্যাত রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর কন্যা। কেয়া চৌধুরী ২০১২ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয়লাভ করেন। তিনি ব্যক্তি জীবনে একজন আইনজীবী ও ২ সন্তানের জননী।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটিতে এবার ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কেয়া ও বাবু ছাড়া অন্য তিনজন হলেন- স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ও কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক (গামছা)। তবে, অসুস্থতাজনিত কারণে গত ৩০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান গাজী মোহাম্মদ শাহেদ।
উল্লেখ্য, এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পর দুই উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে দিনরাত কাজ করেছেন। শুধু তাই নয়, উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সকল প্রকার উন্নয়নে তিনি নিবেদিত হয়ে কাজ করেছেন। বিশেষ করে মহামারি করোনার সংকটের সময় অনেক জনপ্রতিনিধি ঘরে বসে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে দুই উপজেলার কর্মহীন, অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকেছেন কেয়া চৌধুরী। সমাজের যেসব মধ্যবিত্ত পরিবারের সদস্য কর্মহীন হয়ে পড়েন,
কিন্তু লোক লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে পারেননি তাদেরও গোপনে সাহায্য সহযোগিতা করেছেন তিনি। দুই উপজেলায় মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান।