অতিরিক্ত শুল্কায়ন মূল্য বৃদ্ধির প্রতিবাদ
তামাবিলসহ সিলেটের সকল শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৬:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভারত থেকে আমদানিকৃত পাথরের উপর সরকারি অতিরিক্ত শুল্কায়ন মূল্য বৃদ্ধির প্রতিবাদে তামাবিল স্থলবন্দরসহ সিলেটের সবকটি শুল্ক স্টেশন দিয়ে ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন। গতকাল সোমবার থেকে এই সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার এই বিষয়ে জরুরি বৈঠকে বসবেন পাথর আমদানিকারকরা। গতকাল সোমবার সিলেট বিভাগীয় স্থল বন্দর ও শুল্কস্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এনবিআর কর্তৃক সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোন, স্টোন চিপস এবং লাইমস্টোন পাথরের উপর অতিরিক্ত শুল্কায়ন মূল্যবৃদ্ধি সংক্রান্ত সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক গত ৪ জানুয়ারি এক পত্রে ৮ জানুয়ারি থেকে শুল্কায়ন মূল্য কার্যকর হওয়ার কথা জানানো হয়। এরপর পাথর আমদানি বন্ধ করে দেন আমদানি কারকরা।
সিলেট বিভাগীয় স্থলবন্দর ও শুল্কস্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক এমদাদ হোসেন জানান, আজ স্থলবন্দর ও সবকটি শুল্ক স্টেশনের পাথর আমদানিকারকরা বৈঠক করে করণীয় ঠিক করবেন। এরপর দেশবাসীকে বিষয়টি অবহিত করবেন। তবে, গতকাল সোমবার থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।
গতকাল সোমবার সকালে তামাবিল স্থলবন্দর ঘুরে আমাদের জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম জানান, তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর বোঝাই কোন ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। আমদানীকারকরা জানান, এনবিআরের অতিরিক্ত শুল্কায়ন মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টায় তামাবিল স্থলবন্দরে স্থানীয় আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ ভারত থেকে পাথর আমদানি বন্ধের ঘোষণা দেয়।
সভায় সভাপতিত্ব করেন-তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী। সভায় তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন (ছেদু), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, সৈয়দ শামীম আহমদ সহ আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী জানান , এনবিআর ভারত থেকে পাথর ও চুনাপাথর আমদানির উপর এ্যাসেসমেন্ট ভ্যালু প্রতি মেট্রিক টনে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে। এই বাড়তি শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হলে আমদানিকারক ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তাই তামাবিলসহ সিলেটের সবক’টি বন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনপাথর পাথর আমদানি বন্ধ রাখা হয়েছে।