দিরাইয়ে নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে আহত ৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ১২:৫০:৩১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচন পরবর্তী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ধলুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন-আকবর আলী (৬৮) আলী আহমদ (১৮) মহন মিয়া (২২) আবুল কাশেম (৪৫) তাওহীদ মিয়া (১০) আফাজ উদ্দিন (৪৫)। তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ধলুয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে সোনাই মিয়া নৌকার পোস্টার ছিঁড়তে গেলে একই গ্রামের আবুল কাশেমের ছেলে তাওহিদ মিয়া এতে বাধা দেয়। এর জের ধরে তাওহিদ মিয়ার লোকজন সোনাই মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় ৬ জন আহত হন।
অপরদিকে, সন্ধ্যার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিনের নৌকার সমর্থক রনারচর গ্রামের মৃত অশ্বিনী দাসের ছেলে অনুকুল দাসের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেন গুপ্তের সমর্থক চরনারচর গ্রামের নান্টু দাস, সঞ্জয় দাস ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত অনুকুল দাসকে (৫০) সিলেট ওসমানী হাসপাতাল ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফ হোসাইন বলেন, পৃথক মারামারিতে আহত ৭ জনের মধ্যে গুরুতর আহত অনুকুল দাসকে সিলেট পাঠানো হয়েছে। বাকি সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পৃথক মারামারির খবর পেয়েছি। এখনো কোন মামলা হয়নি। মামলা দায়ের করার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।