গতবারের চেয়ে বেড়েছে ১৫১ হেক্টর
কোম্পানীগঞ্জে বাড়ছে সরিষার আবাদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৭:৪৭ অপরাহ্ন
আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে : কোম্পানীগঞ্জ উপজেলায় এ বছর ১৫১ হেক্টর জমিতে সরিষার আবাদ বেড়েছে। ভোজ্য তেলের দাম বাড়ায় এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বছর শস্যটির চাষ বেড়েছে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, গেল বছর কোম্পানীগঞ্জের হাওরে ৬৭১ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবারে ১৫১ হেক্টর বেড়ে তা চাষের পরিমাণ দাঁড়িয়েছে ৮২২ হেক্টর জমিতে। গত ৮ জানুয়ারি থেকে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে সরিষা তোলা শেষ হবে।
সরেজমিনে উপজেলার ডুপরিয়া, ধুলিয়া সাতবিলা, লম্বাকান্দি, কাঁঠালবাড়ি, ধোলাইন বিল ও লোভা হাওরসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের দুলাইন বিলে ১২০ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন কৃষক নাজির মিয়া। তিনি বলেন, ‘কয়েক বছর আগে এখানে শুধু আমন চাষ হতো। এখন আমনের পরই সরিষা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সব ধরনের সহযোগিতা করছে।’
উপজেলার পাড়ুয়া গ্রামের আব্দুল জলিল মেম্বার বলেন, এবার তিনি ৩২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। গতবারের চেয়ে এবার তাঁর ফলন ভালো হয়েছে।
লম্বাকান্দি গ্রামের কৃষক ইসহাক মিয়া জানান, ‘এবার ত্রিশ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। ফলন দেখে মনে হচ্ছে, গতবারের চেয়ে উৎপাদন আরও বেশি হবে। সে কারণে এবার বেশি লাভের আশা করছি।
উপজেলা কৃষি কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এ অঞ্চলের কৃষকেরা সাধারণত পাঁচটি জাতের সরিষা আবাদ করে থাকে। সেগুলো হচ্ছে উচ্চফলনশীল (উফশী) সরিষা বিনা-৯, বিনা-৪, বারী-১৪, বারী-১৭ ও টরি-৭ জাতের সরিষা।
কৃষি অফিস আরও জানায়, গত কয়েক বছর ধরে উপজেলায় সরিষা চাষ ও ফলন দুই-ই বেড়েছে।
সরকারের নির্দেশনা ছিল আবাদযোগ্য জমি পতিত না রাখতে। সেই লক্ষ্যে উপজেলা কৃষি অফিস কাজ করছে।
এদিকে, প্রথমবারের মতো কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি হাওরে সরিষা জমির পাশে মৌ-বাক্স স্থাপন করা হয়েছে। এতে একদিকে ফলন ও তার সঙ্গে বাড়তি লাভ মধু। আর মৌ-বাক্স স্থাপনের কারণে জমিগুলোতে উৎপাদন বাড়তে পারে ১৫ থেকে ১৮ শতাংশ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন, এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাদ বাড়াতে চাষীদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।