নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রাইভেট কার পুড়ে ছাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ১:২০:৪৮ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে একটি প্রাইভেট কার। গতকাল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম নজরুল ইসলাম চৌধুরীর পুত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. নিজামুল ইসলাম চৌধুরীর বাড়ির উঠানে রাখা তার নিজের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১৪-২২৯৩) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রাইভেট কারটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিজামুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি কারটি রাত ৯টায় বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় আগুন দেখে ঘুম থেকে উঠে চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এসে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সম্পূর্ণ গাড়িটি আগুনে পুড়ে যায়।
তিনি আরো জানান, আমার ফুফাতো ভাই শামছুর রহমান আতিক দীর্ঘদিন যাবত আমাকে একের পর এক হয়রানি করে আসছে। বিগত কয়েকদিন আগে আমার বাড়িতে অস্ত্র রেখে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। কারটি পুড়ানোর পর সে আমাকে ম্যাসেজ দিয়ে হুমকি দিয়েছে।
বিষয়টি থানায় জানানো হলে সে আমাকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয়। আমার ধারণা, সে আমার প্রাইভেট কারটি পুড়িয়েছে। তিনি ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি উদঘাটনের চেষ্টা চলছে।