কোম্পানীগঞ্জে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৭:২২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের সুন্দাউরা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড বীজ) সমলয় চাষাবাদ এর ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের ম্যধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি)।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। কৃষকদের পক্ষ থেকে গ্রুপ লিডার আজমান হোসেন সেলিম সমলয় চাষাবাদ নিয়ে অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা গ্রামের ৩৯ জন কৃষকের ৫০ একর জমিতে এই সমলয় প্রদর্শনী করা হচ্ছে। প্রদর্শনীর অংশ হিসেবে ধানের বীজ রোপণ, চারা রোপণ, সার ও ধান কর্তন পর্যন্ত তদারকি করবে উপজেলা কৃষি অফিস। কৃষকরা সেচ, জমি তৈরি ও শ্রম দিয়ে তাদের জমির ধান ঘরে তুলতে পারবেন।