সিলেটে রাজস্ব বিষয়ক দিনব্যাপী কর্মশালা
নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৪, ৫:৩৩:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সবাইকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভূমি ব্যবস্থায় অনেক সংযোজন ও আধুনিকায়ন হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সে আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করতে হবে।
গতকাল বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ভূমি ব্যবস্থার উত্তরণের ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ দেশের ভূমি ব্যবস্থা জমিদার, ইংরেজদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের স্বীকার না হয় সেজন্য সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অবৈধ ভূমি দখলের সঠিক প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে সহকারী কমিশনারদের (ভূমি) আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং এ তিন জেলার অন্তর্ভুক্ত উপজেলাসমূহের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা।
কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।
দিনব্যাপী এ কর্মশালায় রাজস্ব বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে জেলা ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর দল ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।