জৈন্তাপুর-জাফলং সড়কে বিপজ্জনক ১৫ বাঁক !
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৮:০৮:২৩ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম :
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থেকে জাফলং অংশে রয়েছে বেশ কয়েকটি বাঁক। রাস্তার এ অংশের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। দুর্ঘটনার জন্য এসব বাঁক খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সড়ক নিরাপত্তার সাথে সংশ্লিষ্টরা। শুক্রবার রাতে সড়কে ছাত্রলীগ কর্মী চার বন্ধুর মৃত্যুর জন্য এই বাঁককে দায়ী করা হচ্ছে।
হাইওয়ে পুলিশের একটি সূত্র বলছে, বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে চার বন্ধুকে বহনকারী প্রাইভেট কারটি তামাবিল সড়কে বাংলাবাজার এলাকার লক্ষ্মীপুর নামক স্থানে পাশের পুকুরে পড়ে যায়। পানির মধ্যে গাড়িটি উল্টে যাওয়ায় যাত্রীদের সবার অবস্থাই সংকটাপন্ন হয়ে পড়ে। ওই সূত্র জানায়, ফাঁকা রাস্তার মধ্যে গাড়িটি রাস্তার বামপাশেই ছিটকে পড়ে। এ দুর্ঘটনার জন্য এ কারণেই বেপরোয়া গতিকে তারা দায়ী করছেন।
হাইওয়ে পুলিশের তামাবিল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর মো: ইউনুছ জানান, অ্যাসেসম্যান্ট না হলেও এ সড়কের জৈন্তাপুর-জাফলং অংশে অন্তত ১৫টি বাঁক রয়েছে। এসব বাঁক খুবই দুর্ঘটনাপ্রবণ।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রাস্তার বাঁক নাকি ঘন কুয়াশা-এ দুর্ঘটনার পেছনে রয়েছে তা তারা তদন্ত করে দেখছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতে মহাসড়কে কোন গাড়ি-ঘোড়া থাকে না। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে চলছিল কি না-সেটাও তদন্তের বিষয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় একটি ছোট ব্রিজের পাশাপাশি হালকা বাঁকও রয়েছে। সরু ব্রিজ ও বাঁক দুর্ঘটনার কারণ হতে পারে বলে তার মন্তব্য। তিনি বলেন, নিহত চার বন্ধুসহ ৭-৮ জন রাতে জৈন্তাপুরের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। রাত সাড়ে ১১টার দিকে তারা শ্রীপুরের উদ্দেশে রওয়ানা দেয়। সেখান থেকে রওয়ানা হবার কিছুক্ষণের মধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
জৈন্তাপুরের সাংবাদিক নূরুল ইসলাম জানান, উল্লেখিত স্থানে ইতোপূর্বে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে ওই সড়কের সরু ব্রিজটি দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। এ বিষয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মন্তব্য তাঁর।
জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনার জন্য কোন তদন্ত কমিটি গঠিত হয়নি। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ ভাঙচুরের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত নিহাল পালের বাবা রণধীর পাল বাদি হয়ে এ বিষয়ে জৈন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এ মামলার সূত্র ধরেই তারা দুর্ঘটনার অনুসন্ধান চালাচ্ছেন।