আজ প্রেসিডিয়াম গঠন: ফের সভাপতি হচ্ছেন তাহমিন
‘নির্বাচনী সমঝোতা’য় সিলেট চেম্বার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৩:০৫:৪০ অপরাহ্ন

নূর আহমদ :
অনেকটা সঙ্গোপনে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন সম্পন্ন হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা সকল ক্যাটাগরিতে একটি করে প্যানেল দিয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বৈতরণী পার হয়ে গেছেন পরিচালক পদে। আজ সোমবার হবে প্রেসিডিয়াম গঠন। সেটাও কেবল ঘোষণার অপেক্ষায়। প্রতি বছর প্রতিদ্ব›িদ্বতামূলক নির্বাচন হলেও কেবল এবার ছিল ব্যতিক্রম। সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এর ব্যানারে অংশগ্রহণকারী দুটি পক্ষই এবার ‘সমঝোতা’র নির্বাচন করেছেন। আবার অনেকেই ৩ বার নির্বাচিত হওয়ার কারণে নতুন কমিটিতে আসতে না পারলেও তাদের স্বজন কিংবা প্রতিনিধিকে দিয়েছেন নব নির্বাচিত কমিটিতে। নেপথ্যে রয়েছেন তারা। ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারি ছিল ভোটগ্রহণের তারিখ। তবে একটি করে প্যানেল জমা পড়ায় আর ভোট গ্রহণ হয়নি।
নির্বাচন বোর্ড জানায়, সিলেট চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬, ট্রেড গ্রæপ শ্রেণি থেকে ৩ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ৩টি পরিচালক পদ রয়েছে। সেখানে সবকটা শ্রেণিতে একটি করে প্যানেল জমা পড়ে।
অন্যদিকে, কাগজপত্রে ২০২৩ সালের ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। তবে অন্য বছরের মত তেমন উৎসব ছিল না। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান ব্যবসায়ী নেতা শামীম আহমদ রাসেল। এই বোর্ডের অপর দুই সদস্য এডভোকেট মিছবাউর রহমান আলম ও এডভোকেট দিলীপ কুমার কর। নির্বাচন বোর্ডের সদস্যরা নিয়ম মাফিক কার্যক্রম পরিচালনা করেন। তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি পরিচালক পদে নির্বাচিতদের নাম সাটান চেম্বার অব কমার্স এর বোর্ডে। এর মধ্যে অর্ডিনারি শ্রেণিতে পরিচালক পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন-এহতেশামুল হক চৌধুরী, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, মো: আব্দুস সামাদ, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, শান্ত দেব, মো: রিমাদ আহমদ রুবেল, মো: সায়েম আহমদ, মো: মাহদী সালেহীন।
এই পদে কুতুব মিয়ান নামের অন্য একজন ব্যবসায়ী মনোনয়ন জমা দিলেও পরে তিনি প্রত্যাহার করে নেন। অ্যাসোসিয়েট শ্রেণি থেকে পরিচালক পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৭ জন। এর মধ্যে কামিল আহমদ নামের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় পরিচালক নির্বাচিত হন। তারা হচ্ছেন-মো: এমদাদ হোসেন, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব, মো: সারোয়ার হোসেন ছেদু ও আরিফ হোসেন। ট্রেড গ্রæপ শ্রেণি থেকে বর্তমান সভাপতি তাহমিন আহমদ, মো: মাহবুবুল হাফিজ চৌধুরী ও মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক নির্বাচিত হন। টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ২টি পরিচালক পদে আমিনুর রহমান ও ফয়েজ হাসান ফেরদৌস পরিচালক নির্বাচিত হন।
অপরদিকে, ২০২১ সালের ১২ ডিসেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরদিন প্রেসিডিয়াম গঠন নিয়ে ঘটেছিল তুলকালাম কাÐ। কারচুপিসহ অনিয়মের অভিযোগ আনা হয়েছিল নির্বাচন পরিচালনা বোর্ডের বিরুদ্ধে। তবে এবার আর নির্বাচনী উৎসব দেখেননি ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবার গোপনে সমঝোতায় বসেন দুই পরিষদের শীর্ষ নেতারা। অর্ডিনারি শ্রেণিতে ৯ ও এসোসিয়েট শ্রেণিতে পরিচালকের দুটি পদ পায় সিলেট ব্যবসায়ী পরিষদ। বাকী পদগুলো সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ পায়। প্রেসিডিয়াম নির্বাচনও সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে একটি মাত্র প্যানেল জমা পড়েছে। সভাপতি পদে বতর্মান সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন ও সহ-সভাপতি পদে এহতেশামুল হক চৌধুরী নির্বাচিত হতে যাচ্ছেন। আজ সোমবার প্রেসিডিয়াম ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।
অপরদিকে, টানা তিনবার পরিচালনা পরিষদের যারা ছিলেন তাদের অনেকেই বাদ পড়েছেন। তবে বাদ পড়লেও নতুন কমিটিতে তাদের স্বজন কিংবা প্রতিনিধি রয়েছেন। নতুন কমিটিতে সদ্য বিদায়ী ফালাহ উদ্দিন আলী আহমদ এর ভাই ফয়েজ হাসান ফেরদৌস, ভাতিজা ফখরউস সালেহীন নাহিয়ান ও মো: মাহদী সালেহীন পরিচালক হিসেবে রয়েছেন। সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ এর ছেলে খন্দকার ইসরার আহমদ রকি গত কমিটিতে ছিলেন-এবারো রয়েছেন। বিদায়ী কমিটির সহ-সভাপতি আতিক হোসেন এর ভাতিজা আরিফ হোসেন রয়েছেন বর্তমান কমিটিতে। সাবেক পরিচালক হুমায়ুন আহমদের ভাই সায়েম আহমদ রয়েছেন বর্তমান কমিটিতে। বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কমিটিতে নতুনদের পাশাপাশি পুরনোরাও রয়েছেন।
এ বিষয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শামীম আহমদ রাসেলের সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য বোর্ডের অন্য সদস্য এডভোকেট মিছবাউর রহমান আলম জানান, নির্বাচন অনেকটা শেষের পথে। আজ সোমবার প্রেসিডিয়ামে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। তিনি জানান, একটি মাত্র প্যানেল পড়েছে। এতে সভাপতি পদে তাহমিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি পদে এমদাদ হোসেন ও সহ-সভাপতি পদে এহতেশামুল হক চৌধুরী নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান।