আহতদের দেখতে হাসপাতালে সিসিক মেয়র : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
মদিনা মার্কেটে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে আগুনে দগ্ধ ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৩:৩৩:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নিকান্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দগ্ধরা হলেন-ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো. আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০) এবং রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মতি মিয়া ও মনতাজ মিয়ার শরীরের ৩৫ ভাগ, আলম মিয়ার শরীরের ২৮ ভাগ এবং সুভাষ দাস ও লিটন মিয়ার শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে।
আজ সোমবার তাদের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মান্নান।
এদিকে, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় মেয়র ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথে কথা বলেন এবং প্রয়োজনে দ্রæত তাদের সেখানে পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখতে সার্বিক নির্দেশনা দেন। ঘটনাটি তদন্তে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি ট্রাক তেল নিতে পাম্পে গেলে হঠাৎ পাইপে আগুন লেগে যায়। সাথে সাথে ট্রাকের চাকায় আগুন ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রাক ড্রাইভার দ্রæত ট্রাকটিকে সরিয়ে নেয়। পরে চাকায় পানি ঢালতে থাকলে প্রায় ৩০মিনিট পরে চাকার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এ ঘটনায় পাম্পের স্টাফসহ মোট ৫ জন আহত হন। এসময় আশপাশের ভীতসন্ত্রস্ত লোকজন দিগি¦দিক দৌড়াদৌড়ি করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মান্নান জানান, আহতের প্রত্যেকের হাত-পা ও মুখ পুড়েছে। মুখ পোড়ায় শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। সাধারণত শরীরের ৩০ ভাগ পুড়ে গেলেই আশঙ্কাজনক বলা হয়। ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথে কথা বলা হয়েছে। আজ তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ঢাকা প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।