জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম শুরু
জৈন্তাপুরে হাসপাতাল ভাঙচুরের ঘটনার মামলায় আসামী ৩ শ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৪, ৩:৫২:২৮ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর জেরে হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত শনিবার রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহ্উদ্দিন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৫০ থেকে ৩০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনার ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতার ভাঙচুরের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সিলেট জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি। গতকাল রোববার দুপুর ১২টায় তদন্ত কমিটির প্রধান সিলেট জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানসহ কমিটির অন্য সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কমিটি বাংলা বাজার ল²ীপুর এলাকার দুঘর্টনাস্থল এবং হাসপাতালের চিকিৎসকসহ অনেককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাহ উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের তদন্ত টিমের প্রধান সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পর বিস্তারিত ঘটনা জানানো হবে। ঘটনার পর থেকে জৈন্তাপুর হাসপাতালে দফায় দফায় সিলেটের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ পরিদর্শন করছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল জাফলং মহাসড়কের বাংলা বাজার সংলগ্ন ২নং লক্ষীপুর এলাকায় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ ১২-৬৯৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা সদরের (নিজপাট) ইউপির জৈন্তাপুর সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা ছাত্রলীগ নেতা নেহাল পাল (২৫), কমলাবাড়ির জুবায়ের আহসান (২৪), বড় পুকুরপাড় পানিয়ারা হাটির মেহেদী হাসান তমাল (২২) ও জাঙ্গাল হাটির আলী হোসেন সুমন (২৩) মৃত্যুবরণ করেন।