নাজির বাজার মাদরাসার বার্ষিক মাহফিল কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৫১:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূরুদ্দিন আহমদ গহরপুরী (রহ.)-এর স্মৃতিবিজড়িত দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী দারুল কুরআন নাজির বাজার মাদরাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল বুধবার (২৪ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা মুহিউল ইসলাম বুরহান রেঙ্গা, মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা মুশাহিদ আলী দয়ামিরী।
মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা মওদুদ মাদানী ভারত, শাইখুল হাদিস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, শাইখুল হাদিস আব্দুশ শহিদ রায়পুর মাদরাসা, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মাওলানা সাইদুর রহমান বরুনী, মুফতি খায়রুল ইসলাম বড়লেখী, মাওলানা শরিফ উদ্দিন বড়বন্দী, মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ গহরপুর মাদরাসা, মাওলানা সাঈদ আহমদ জৈন্তাপুরী, মাওলানা মুশাহিদ ক্বাসিমী মৌলভীবাজার, মাওলানা রায়হান আহমদ আনসারী ঢাকা। আরও দেশবরেণ্য ওলামা মাশায়েখ তাশরিফ আনবেন।
ওয়াজ মাহফিলে ধর্ম-প্রাণ মুসলমানদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান।-বিজ্ঞপ্তি