মদিনা মার্কেটে পেট্রোল পাম্পে অগ্নিদগ্ধ ২ জনকে ঢাকায় প্রেরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ১:১৯:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর মদিনা মার্কেটে পেট্রোল পাম্পে রাখা ট্রাকে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হয়েছে। গতকাল সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের উদ্দেশ্যে রওয়ানা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দগ্ধ এই দু’জন হলেন- ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও একই এলাকার মিছির আলীর ছেলে মো. মতি মিয়া। আহত অপর তিনজন মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া, মতি মিয়ার ছেলে আলম মিয়া ও রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাসের অবস্থা অপরিবর্তিত বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
প্রসঙ্গত গত রোববার বিকেলে নগরীর মদিনা মার্কেট এলাকার নর্থ-ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল নিতে আসা একটি ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় সেখানে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের আওতায় ড্রেনের সংস্কার করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ৬ জন অগ্নিদগ্ধ হলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৫ জন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত রোববার রাতেই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ওসমানী হাসপাতালে তাদের দেখতে যান।
এসময় মেয়র গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন, ঢাকায় বার্ন ইউনিটের সাথে তিনি কথা বলেছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের সেখানে পাঠানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।