দৈনিক সিলেটের ডাক-এ সংবাদ প্রকাশের পর
আজমিরীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেলো সকল শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ১:৩৩:৩৪ অপরাহ্ন
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) থেকে মো. আবু হেনা : অবশেষে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলো আজমিরীগঞ্জের বঞ্চিত সকল শিক্ষার্থী। ‘আজমিরীগঞ্জ মাধ্যমিকে দেড় সহস্্রাধিক শিক্ষার্থীর ভর্তিতে অনিশ্চয়তা’ শিরোনামে দৈনিক সিলেটের ডাক-এ গত শনিবার একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। এ কারণে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ সৃষ্টি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি পরিপত্র অনুসারে নতুন শিক্ষা কারিকুলামে ষষ্ঠ শ্রেণির প্রতিটি সেকশনে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ নেই। সেই হিসেবে ২ হাজার ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ৭শ জন ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। বিশাল একটি অংশ বাদ পড়ে যাওয়ার কারণে শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথ সিদ্ধান্ত হয় সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেয়ার জন্য।
তিনি আরো জানান, ইতোমধ্যে ৫৫ জনকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আর যারা বাদ পড়েছেন তারাও এখন ভর্তি হতে পারবেন। তাছাড়া যারা আবেদন করেনি, তাদের নতুনভাবে আবেদন করে ভর্তির সুযোগ রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সহ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এদিকে সরেজমিন দেখা যায়, সকল শিক্ষার্থী ভর্তির সুযোগ ঘোষণার সাথে সাথে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন পড়ে। অভিভাবকরা তাদের ছেলেমেয়েকে ভর্তি করার জন্য নিয়ে এসেছেন।