জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও সম্পদ বিনষ্টের প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪, ২:৫০:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সম্প্রতি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মাধবপুর : মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, ডা. তারেকুজ্জামান, ডা. আবুল হাসনাত, ডা. রকিবুল ইসলাম, ডা. আব্দুস সালাম ভূইয়া, ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. জাকিয়া তৃনা প্রমুখ।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, ডা. ফজল ই রাব্বি তৌসিফ, সানজিদা শিকদার, আফরিন আখতার, সুষ্মিতা রায়, নার্সিং ইনচার্জ সুজন দেবনাথ, এমটিইপিআই জ্যোতির্ময় ভট্টাচার্য, পরিসংখ্যানবিদ সুশান্ত কর্মকার ও হেলথ ইন্সপেক্টর মল্লিকা রানি প্রমুখ।
ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কর্মকর্তাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কমপ্লেক্স সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মুনতাসিন হাসান।