কমিউনিটি আইকেয়ার সেন্টারে মিলবে চোখের ছানি অপারেশনের সুযোগ
ওসমানী হাসপাতালের চক্ষু বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৪:০৫:১৪ অপরাহ্ন
ডা: এস, এম আসাদুজ্জামান জুয়েল :
চোখ মানুষের একটি স্পর্শকাতর অঙ্গ। তাই, এর পরিচর্যার ও চিকিৎসা অতীব জরুরী বিবেচনায় এনে প্রধানমন্ত্রী গত ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট বিভাগের ১৯টি উপজেলায় “কমিউনিটি আইকেয়ার সেন্টার (Community eye care centre) স্থাপনের ঘোষণা দেন। এরই ধারাবহিকতায় ওসমানী মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মাহবুবুর রহমান ভূঁইয়া ওসমানী মেডিকেলের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: পরিতোষ কান্তি তালুকদারের সাথে আলাপ করে সেন্টারগুলো ওসমানী মেডিকেলের চক্ষুবিভাগের তত্ত্বাবধানে পরিচালনার বিষয়ে সিদ্ধান্তে আসেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে হাসপাতাল পরিচালক গত ১০ জানুয়ারি চক্ষু বিভাগের জন্য নতুন আধুনিক কিছু যন্ত্রপাতির ব্যবস্থা করেন।
জানা গেছে, যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে-ইয়াগ লেজার, আর্গন লেজার, ভিসুয়্যাল ফিল্ড অ্যানালাইজার, ওসিটি ইত্যাদি। এসব যন্ত্রপাতি দ্বারা আধুনিক ও উন্নত পদ্ধতিতে চক্ষু পরীক্ষা ও চোখের চিকিৎসা সরকারীভাবে দেয়া যাবে।
অপরদিকে, বিভাগের ১৯টি উপজেলায় নব গঠিত ‘কমিউনিটি আইকেয়ার সেন্টার এর সুবিধা ও পরিচালনা বিষয়ে এ প্রতিবেদক ওসমানী মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: পরিতোষ কান্তি তালুকদারের কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, ওসমানী মেডিকেলের চক্ষু বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এসব সেন্টারে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য অপারেশন ও চিকিৎসা প্রদান; চোখের লেজার চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসাও পরীক্ষা করা হবে। তিনি বলেন, মূলত: গ্রাম পর্যায়ে চোখের চিকিৎসার আধুনিক ছোঁয়া পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
এ দিকে, অতি স্বল্পসময়ে চক্ষুবিভাগের জন্য আধুনিক সব যন্ত্রপাতির ব্যবস্থা করায় ওসমানী মেডিকেলের চক্ষু বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কান্তি তালুকদার ও বিভাগের অন্যান্য শিক্ষক মন্ডলী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূইয়াকে ধন্যবাদ জানান ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।