নগরীর পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৪:২৮:২৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীর পাঠানটুলা এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গতকাল বুধবার রাত ৯টার দিকে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে আহতরা হচ্ছে- রশিদ (৩৫), আলী (৩৩), শিপলু ও অজ্ঞাত একজন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার বিদ্যুৎ, শিপলুসহ স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পক্ষের অনুসারীরা সংঘের্ষ জড়িয়ে পড়েন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয়পক্ষের ফেলে যাওয়া ভাঙচুরকৃত ৭টি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।