‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক ২০২৪’ এর জন্য প্রফেসর নন্দলাল শর্মা মনোনীত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৫:০৩:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক-২০২৪’-এর জন্য বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মাকে মনোনীত করা হয়েছে।
‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণ পদক ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি এম.এ.করিম চৌধুরী, শাবিপ্রবি’র সাবেক ডিন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, কেমুসাস ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কেমুসাস-এর কার্যকরী পরিষদ সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, যুক্তরাজ্যের সলিসিটর দেওয়ান মাহদি। পদকের জন্যে ১৬ জানুয়ারি সন্ধ্যায় সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু প্রমুখ।
প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষা তথা অগ্রসর সমাজ বিনির্মাণে তার অবদানকে তুলে ধরা ও নতুন প্রজন্মকে তার চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে কেমুসাস এ পুরস্কার প্রবর্তন করেছে। আজ ২৫ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় কেমুসাস’র ৮৭ বর্ষের বার্ষিক সাধারণ সভায় প্রফেসর নন্দলাল শর্মাকে স্বর্ণপদকটি তুলে দেয়া হবে। ইতোপূর্বে দেওয়ান আহবাব স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিত্বরা হচ্ছেনÑলোককবি মকদ্দস আলম উদাসী (২০২১), সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল (২০২২), কবি রাগিব হোসেন চৌধুরী (২০২৩)।
বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর নন্দলাল শর্মা ১৯৫১ খ্রিস্টাব্দের ৩০ জুন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ^রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত রুদ্রেশ^র শর্মা, মাতা প্রয়াত সুশীলাময়ী শর্মা। নন্দলাল শর্মা চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ ¯œাতক এবং ¯œাতকোত্তর পরীক্ষায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৭৪ সালে বর্তমান লক্ষীপুর জেলার লক্ষীপুর কলেজে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি ১৯৭৬ সালে যোগ দেন সরকারি কলেজে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ ও সিলেট এম.সি. কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ২০০৪ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন এবং ২০০৯ সালে এম.সি. কলেজের উপাধ্যক্ষ হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ১১ বছর মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশিত গ্রন্থ ৬২টি।