হবিগঞ্জে ক্যাপসিকাম চাষে সফল হাফিজপুরের কৃষক আব্দুস ছালাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ৪:৪৭:০০ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়ির পাশে প্রায় ২৫ শতক জমিতে মালচিং পেপার পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে কৃষক আব্দুস ছালাম সফল হয়েছেন। তিনি পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছেন গোবর ও কিছু পরিমাণে সার। এসব ব্যবহার করায় ক্যাপসিকামের প্রচুর ফলন হয়েছে। রাসায়নিক সার ব্যবহার না করায় তার উৎপাদিত ক্যাপসিকাম বিষমুক্ত।
জানা গেছে, আব্দুস ছালামকে রংপুর থেকে প্রায় ৯’শ ক্যাপসিকামের চারা সংগ্রহ করে দেন বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী অফিসার মো. শামিমুল হক শামীম। জমিতে এ চারা রোপণ করা হয় অক্টোবরের শেষে। প্রায় দুই মাস পরিচর্যা করার পর গাছে গাছে ফলন আসে। বিক্রি শুরু হয় জানুয়ারির প্রথম থেকে। শুরুতে প্রতিকেজি ক্যাপসিকাম ২’শ টাকায় বিক্রি হয়। পরে কিছুটা কমে বিক্রি হয়। কৃষক আব্দুস ছালাম জানান, চাষে খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। এ পর্যন্ত ৬০ হাজার টাকার ক্যাপসিকাম বিক্রি করেছেন। বাকি সময়ে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্যাপসিকাম বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, কঠোর পরিশ্রম করায় ক্যাপসিকামের ভালো ফলন হয়েছে। উপ-সহকারী অফিসার মো. শামিমুল হক শামীম রংপুর থেকে চারা সংগ্রহ করে দিয়ে পরামর্শ প্রদান করেন। এতে আগ্রহী হয়ে চাষ করে লাভবান হয়েছি। ভালো ফলন দেখে স্থানীয় কৃষকরাও ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়েছেন।
স্থানীয় কৃষক তৌহিদ মিয়া জানান, এখানে এ ফসলটি নতুন। আগামীতে আমি ক্যাপসিকামের চাষ করতে আগ্রহী।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার জানান, খেয়াল রাখতে হবে, ক্যাপসিকামের পাতায় যেন রোগের উপদ্রব না হয়। বাহুবলের কৃষকদের মাঝে ক্যাপসিকামের চাষ ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।