লিডিং ইউনিভার্সিটি পরিবারে সবজি বিতরণ
পুষ্টি যোগান ও পরিবেশ রক্ষায় সবজি চাষ গুরুত্বপূর্ণ: দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ২:৪৫:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, দেশের অর্থনীতি, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পরিবেশ রক্ষা করে। পাশাপাশি পরিবারে প্রতিদিন তাজা ও পুষ্টিকর শাকসবজির যোগান পাওয়ায় তা থেকে তাদের ভিটামিন, খনিজ ও উদ্ভিজ প্রোটিনের চাহিদা পূরণ হয়।
গতকাল বৃহস্পতিবার দুপর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিকের সভাপতিত্বে তিনি বলেন, ট্রেজারার বনমালী ভৌমিকের উদে্যাগে বিশ্ববিদ্যালয়ের জমিতে প্রতিবছর শাকসবজি চাষ এবং সেগুলো শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে বিতরণ খুবই প্রশংসনীয় এবং এ উদে্যাগ তাদেরকে নিজেদের মাধ্যমে সবজি চাষে উদ্বুদ্ধ করবে।
লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহববুর রহমান। সবজির পুষ্টিগুণ ও বিভিন্ন ধরনের সবজির উপকারিতা উল্লেখ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মজিদ মিয়া। এতে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম এস রহমান পীর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে লিডিং ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী রহিমা আক্তার রাখী।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে উৎপাদিত লাউ, বাঁধাকপি, শসা, মূলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধে্য বিতরণ করেন তিনি।