সিলেটে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু দাউদ
কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি ও চোরাচালান প্রতিরোধে কাজ করে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ৫:৩৮:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ডের (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেছেন, বাংলাদেশ কাস্টমস রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তায় ঝুঁকি ও চোরাচালান প্রতিরোধে কাজ করে। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা, জীব ও বৈচিত্র্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, বাণিজ্য সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও রপ্তানি উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশীয় অবস্থান সুসংহতকরণ ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি দেশের স্বার্থে সবাইকে কাস্টমসের অংশীজন হওয়ার আহ্বান জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট মেন্দিবাগস্থ অফিসে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ এর শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল এএইচএম ইয়াসীন চৌধুরী পিএইচডি, সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়ন সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ এবং সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।
এদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে সিলেটের তামাবিল স্থল শুল্ক স্টেশন, শেওলা স্থল শুল্ক স্টেশন, জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন এবং বড়ছড়া স্থল শুল্ক স্টেশনে আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।