সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কার উল্টে তরুণ নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৪, ৬:৩২:৫৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ সাহিদ আহমদ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে সিএনজি গ্যাস পাম্প থেকে সাহিদ আহমদ প্রাইভেট কারে গ্যাস নিয়ে বের হয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় উপজেলার ফুলবাড়ী ইউপির সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজার সংলগ্ন স্থানে আসা মাত্র প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়।
এতে সাহিদ আহমদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি।
সড়ক দুর্ঘটনায় সাহিদ আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মো. মাছুদুল আমিন।