কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সুশিক্ষা নিশ্চিত করতে হবে: অ্যাডভোকেট নাসির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৪, ৫:০৪:২০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, কোম্পানীগঞ্জের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিজেকে স্মার্ট হতে হবে। গতকাল শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদেরকে ভিশন দিয়েছেন। ২০৪১-এ বাংলাদেশ হবে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। সরকার শিক্ষা ক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। যা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, এনজিও সংস্থা স্বদেশ এর সাধারণ সম্পাদক শামসুল আলম সামস, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খাঁন, সিসিকের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ শেপুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমিন, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, সহকারী শিক্ষক রিপন আহমদ, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, কোছাক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম, ইবাদুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাই্যয়িব।
এ সময় উপস্থিত ছিলেন কোছাক এর সহ সভাপতি ইমরান আহমদ, সুজন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল তালুকদার, ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক আবদুল আহাদ, মাহমুদুল হাসান নাঈম, প্রচার সম্পাদক আহসান হাবীব পলাশ প্রমুখ। ও কোছাক বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
পরে বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন ছাত্রছাত্রীর হাতে সনদপত্র ও বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষকদেরকে ক্রেস্ট দেওয়া হয়।