শান্তিগঞ্জে নদী ভাঙ্গনে হুমকির মুখে জয়কলস গ্রামের ২শ’ পরিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৪, ১:১৯:২৭ অপরাহ্ন
মো. নুরুল হক, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নাইন্দা নদীর তীরবর্তী জয়কলস গ্রামের ২’শ পরিবার নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে ।
সরেজমিন গত শুক্রবার ভাঙ্গন এলাকা ঘুরে ও গ্রামবাসীর সাথে আলাপকালে জানা যায়, নাইন্দা নদী সংলগ্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য এলজিইডি নির্মিত পাকা রাস্তাটি গত ২ বছর যাবৎ ভাঙ্গনের মুখে পড়েছে। ভাঙ্গনের ফলে রাস্তার কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কয়েকটি বসত বাড়িও ভাঙ্গনের কবলে পড়েছে। রাস্তার অধিকাংশ জায়গার ঢালাইয়ের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন সময় রাস্তাটি ভেঙ্গে গিয়ে মারাত্মক ক্ষতির আশংকা করছেন গ্রামবাসী। এই রাস্তা দিয়ে শুধু জয়কলস নয় জগজীবনপুর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বসাধারণ চলাফেরা করেন। রাস্তার ভাঙ্গন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান গ্রামবাসী। এ বিষয়ে গত ২৪ জানুয়ারী সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের কাছে আবেদন করেছেন গ্রামবাসী।
জয়কলস গ্রামের মানিক লাল চক্রবর্তী জানান, এ রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ায় পুরো গ্রামবাসী হুমকির মুখে রয়েছেন। শুধু রাস্তায় ভাঙ্গন নয় কয়েকটি বসত বাড়িতে ভাঙ্গন ধরেছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে এই গ্রামের নদীর তীরবর্তী পাকা রাস্তাসহ প্রায় ২’শটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে।
জয়কলস গ্রামের মনোরঞ্জন দাশ, কাজল বিশ্বাস, গৌতম রায়, মনো রায়, শৈলেন বিশ্বাস, সুজন তালুকদারসহ একাধিক ব্যক্তি ঝুঁকিপূর্ণ রাস্তা মেরামতসহ উচ্চতা বৃদ্ধি ও প্রশস্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নদী ভাঙ্গনের ফলে রাস্তা ভেঙে গেছে, এ নিয়ে একটি আবেদন পেয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বলে দিয়েছি যদি আপনারা অন্য দিকে জায়গা দেন আমরা একটা রাস্তা বানিয়ে দেবার চেষ্টা করতে পারি। তাছাড়া, নদী ভাঙ্গন বিষয়টা পানি উন্নয়ন বোর্ড দেখভাল করে, আমি তাদের সেখানে আবেদন করতে বলেছি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, এরকম একটি আবেদন আমরা পেয়েছি-এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।