৩ আসামী গ্রেফতার
জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ১:৪২:৩০ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ওয়াজ মাহফিলের তারিখ ঠিক করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ছমির আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ছমির আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ডুমাই উল্লার ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার শাহ জামান উল্লা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৪২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-নোয়াগাঁও গ্রামের রইছ উল্লার ছেলে বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাকিব মিয়া (২০) ও তোতা মিয়ার ছেলে অপু মিয়া (২০)।
মামলার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার উপজেলার নোয়াগাঁও গ্রামের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ ঠিক করা নিয়ে গ্রামের বাসিন্দা শাহ জামান উল্লার সঙ্গে একই গ্রামের ইজাজ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের ১০ জনকে আটক করে। গত রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছমির আলী মারা যান।
জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।