আখালিয়ায় সড়কে প্রাণ গেল যুবকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ১:৪৭:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর আখালিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহবুব আহমদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব টুকেরবাজার এলাকার খালিগাঁও গ্রামের কলমন্দর আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া সিগারেট কোম্পানীর সামনে মোটরসাইকেল ও বাইসাইকেল এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহবুব ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া, অপর মোটর সাইকেল আরোহী মারুফ আহমদ (১৭) ও বাইসাইকেল আরোহী হৃদয় নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।