নগরীতে প্রবাসীর বাসায় ডাকাতি, ৭০ লাখ টাকার মালামাল লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে লন্ডন প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচরে লন্ডন প্রবাসী আইয়ূবুর রহমানের আল-ইসলাহ-৯৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
প্রবাসী আইয়ূবুর রহমানের ভাতিজা মিজানুর রহমান জানান, তার চাচা দুইমাস আগে স্ত্রীসহ দেশে এসেছিলেন।
গতকাল শুক্রবার তিনি লন্ডন ফিরে যাওয়ার জন্য রাতভর প্রস্তÍুতি নিচ্ছিলেন। ভোররাত আনুমানিক ৪টার দিকে বাসার পেছনের গ্রিল ভেঙ্গে মুখোশধারী কয়েকজন বাসায় প্রবেশ করে তাদের বেঁধে ফেলে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। ধারণা করা হচ্ছে সবমিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। তিনি আরো জানান, তার চাচা-চাচির পূর্বনির্ধারিত ফ্লাইট ছিলো বিধায় তারা
গতকাল শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তÍুতি নিচ্ছেন বলেও জানান।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়েই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পার্শ্ববর্তী বাসা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ধর্ষ চুরি বলেই মনে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান তিনি।