ঘোষণার দুই যুগেও বাস্তবায়িত হয়নি জামালগঞ্জ পৌরসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৯:০৭ অপরাহ্ন

আনাস হাবিব কলিন্স :
ঘোষণার দুই যুগেও বাস্তবায়িত হয়নি জামালগঞ্জ পৌরসভা। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা বঞ্চিত আধুনিক ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে। দীর্ঘদিনেও পৌরসভা বাস্তবায়ন না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ জামালগঞ্জবাসী। দাবি বাস্তবায়নে সোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ২০০১ সালের ১ ফেব্রুয়ারি জামালগঞ্জ সফরে আসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অন্যান্য দাবির সাথে পৌরসভার বিষয়টিও তুলে ধরা হয়। এর তিনদিন পর ৪ ফেব্রুয়ারি সরকার প্রাথমিকভাবে জামালগঞ্জ ও সাচনা বাজারের কিছু স্থানকে শহর এলাকা ঘোষণা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষিত শহর এলাকার আপত্তি দাখিলের বিজ্ঞপ্তি দিলে সাধারণ মানুষের নজরে আসে ও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে পৌরসভা রূপান্তর কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।
জামালগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক ভাটি বাংলা পত্রিকার সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সদিচ্ছা থাকলে ঘোষিত শহর এলাকার সীমানা সংশোধন করে পৌরসভা বাস্তবায়ন অনেক আগেই করা যেত। এতে জামালগঞ্জের মানুষের জীবন যাত্রার মান আরো উন্নত হতো বলেও মন্তব্য করেন তিনি।
জামালগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বিন বারী বলেন, সবকটি ক্যাটাগরীতে জামালগঞ্জ উপজেলা সদর পৌরসভায় রূপান্তরিত হওয়ার যোগ্য। অজ্ঞাত কারণে এ বিষয়টি গুরুত্ব না পাওয়ায় জামালগঞ্জ পিছিয়ে রয়েছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, জামালগঞ্জ ও সাচনা এই দুই পাড়ের মানুষের সমন্বয়ে একটি পৌরসভার বাস্তবায়ন এখন সময়ের দাবি। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম সিলেটের ডাককে জানান, জামালগঞ্জ পৌরসভা ঘোষণার বিষয়টি বেশ কয়েক বছর আগের । তাই, এ বিষয়ে তিনি অবগত নন।
জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক নয়াহালটের বাসিন্দা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সাইফুল ইসলাম জানান, আমরা ন্যায্য দাবি বাস্তবায়নে প্রেসার গ্রুপ হিসেবে মাঠে নেমেছি। পৌরসভার পক্ষে জনমত সৃষ্টি ও প্রশাসনে লবিংয়ের মাধ্যমে যৌক্তিক এ দাবির সফল বাস্তবায়ন ঘটবে বলে আশাবাদী তিনি।
জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ জানান, জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়ন আমাদের প্রাণের দাবি। এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়ন করতে চাই। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতাই আমাদের কাম্য।
১৩ সদস্যের পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠন
জামালগঞ্জ পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজকর্মী বাহাউদ্দীন তালুকদার। এতে উপস্থিত ব্যক্তিবর্গের সমর্থনে প্রবাসী কমিউনিটি নেতা সাংবাদিক মো. সাইফুল ইসলামকে আহবায়ক ও সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বাহাউদ্দীন তালুকদার, রাকেশ তালুকদার রিপন, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, রেজুয়ান আহমদ আলম, সাংবাদিক বাদল কৃষ্ণ দাস ও আব্দুস সামাদ আফিন্দী, মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম, ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, আখলাক। এ কমিটির পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এ ব্যাপারে কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রনজিৎ সরকারের সহযোগিতা কামনা করছেন।