দোয়ারাবাজারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৩:২৩:১৭ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলে বখাটে সালাউদ্দিন ওরফে শাহীন মোড়লের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানায় তারা। পরে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুষ্ঠু বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর অভিভাবক।
জানা যায়, গত মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির সময় পেশকারগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির তিন বান্ধবী বাড়ি যাচ্ছিলেন। এসময় এলাকার চিহ্নিত বখাটে সালাউদ্দিন ওরফে শাহীন মোড়ল ভিকটিম ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সহপাঠী বান্ধবীদের চিৎকারে বখাটে সালাউদ্দিন ওরফে শাহীন মোড়ল পালিয়ে যায়। সে স্থানীয় বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে। নির্যাতিতা ছাত্রীর বান্ধবীরা জানায়, ভয়ভীতি দেখিয়ে তাদের সহপাঠী বান্ধবীকে তুলে নিয়ে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য মেশানো কোমল পানীয় খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলে ওই বখাটে। পরে তাদের শোর চিৎকারে সে পালিয়ে যায়।
নির্যাতিতা ছাত্রীর বাবা জানান, আমার মেয়েকে বাড়ি ফেরার পথে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বখাটে শাহিন মোড়ল। মাদরাসার সহকারী সুপার মাওলানা মফিজুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ওই বখাটেকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, শিক্ষার্থীরা ক্লাসে নিরাপদে আসা যাওয়া করবে-এটাই আমাদের কাম্য। বখাটে শাহীন এলাকার একজন চিহ্নিত অপরাধী। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। দোয়ারাবাজার থানার এস আই সাম্রাজ মিয়া বলেন, আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।