হবিগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র ও জাল নোটসহ গ্রেফতার ৩১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪৮:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জে চলছে পুলিশের বিশেষ অভিযান। এতে প্রতিদিনই গ্রেফতার হচ্ছে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামীরা। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এক দিনে গ্রেপ্তার হয়েছে ৩১ জন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল থেকে পাইপগানসহ তিন যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজার থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোটসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র ইমপান আরাফাত (২৮)। এ সময় একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে মাদক কারবারী, পলাতক আসামি, চোর-ডাকাতসহ পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।