খেলাফত মজলিস সিলেট জোনের তরবিয়তি মজলিস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭:৪৬ অপরাহ্ন

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, ‘দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে সকল শ্রেণি পেশার মানুষ দিশেহারা। শিক্ষাঙ্গন আজ ছাত্রদের পরিবর্তে ধর্ষকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। পুলিশ হেফাজতে নিরীহ মানুষ হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে আজ বিরোধী মতের সকলের জন্য বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্যই খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।’
গতকাল শনিবার দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে খেলাফত মজলিস সিলেট জোনের তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোনের পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারি পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক বজলুর রহমান, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডা.মুহাম্মদ ফয়জুল হক, সিলেট জেলার সহ সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি শাহ আলম, সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ প্রমূখ। উক্ত তরবিয়তি মজলিসের কর্মসূচির মধ্যে ছিল- কোরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, দারসে কোরআন,বিষয় ভিত্তিক আলোচনা, এহতেছাব,হেদায়তি বক্তব্য ও মোনাজাত। সিলেট বিভাগের সকল শাখা থেকে বাছাইকৃত কর্মীদের নিয়ে এ তরবিয়তি অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি