জকিগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৬:৪৫ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর হাওর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩ টায় বালাই হাওরের কুচিরখাল থেকে মোশাররফ হোসেনের (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের জামিল আহমদের পুত্র ও রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র।
এদিকে, স্কুলছাত্র মোশাররফ হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে মোশাররফের খুনীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেল চারটায় মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বাবা ঐদিন জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এক পর্যায়ে গতকাল রোববার বিকেলে কুচিয়া শিকারে গিয়ে বালাই হাওরের কুছির খালে স্থানীয়রা অর্ধগলিত একটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে নিখোঁজের স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।