অবশেষে এমসি কলেজের ইতিহাস বিভাগে ৩ শিক্ষকের পদায়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০:৫২ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি: অবশেষে মুরারিচাঁদ (এমসি) কলেজের ইতিহাস বিভাগে ৩ জন শিক্ষককে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১) মোছাম্মত রেবেকা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এমসি কলেজের ইতিহাস বিভাগে সৃষ্ট ৪টি পদের বিপরীতে ১ জন করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট দৈনিক সিলেটের ডাক পত্রিকায় ‘এক অতিথি শিক্ষকেই ভরসা সাড়ে ৭শ’ শিক্ষার্থী’র শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। এরপর গত ৬ ফেব্রুয়ারি আরেকটি নিউজ প্রকাশিত হয়। এতে করে সংশ্লিষ্ট সবাই নড়েচড়ে বসেন। নতুন শিক্ষক পেয়ে দৈনিক সিলেটের ডাক পত্রিকাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
নতুন পদায়ন পাওয়া শিক্ষকেরা হলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমীর হামজা মোল্লা, সহকারী অধ্যাপক ইমতিয়াজ তানভীর ও সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. আব্দুল হাই। তাদেরকে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে মুরারিচাঁদ কলেজে যুক্ত হতে বলা হয়েছে।
এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, নতুন পদায়ন পাওয়া এই তিনজন শিক্ষকের যোগদানের মধ্যদিয়ে বিভাগের শিক্ষক সংকট অনেকটা লাঘব হবে। এখানে সৃষ্ট রয়েছে মাত্র ৪টি পদ। এখানে আরো পদ সৃষ্টি করা হবে এবং শিক্ষক দেওয়া হবে বলে তার আশা। আর দৈনিক সিলেটের ডাক সহ যারা এই শিক্ষক সংকট দূরীকরণে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই থেকে এমসি কলেজের ইতিহাস বিভাগ শিক্ষক শূন্য রয়েছে। এতদিন থেকে একজন মাত্র অতিথি শিক্ষক দিয়েই চলছিল বিভাগটির ৭০০ শিক্ষার্থীর পাঠদান।