বিশ্বম্ভরপুরে ঝুঁকিপূর্ণ বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭:৪৩ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুর উপজেলার হাওরে অধিক ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাসেদ ইকবাল চৌধুরী। গতকাল রোববার বিকালে উপজেলার বৃহৎ করচার হাওরের ফসল রক্ষা বাঁধের ২নং পিআইসির ও ৭নং পিআইসির অধিক ঝূঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন তিনি।
কয়েক দিন আগে পাউবোর বাঁধ মেরামত/নির্মাণ কাজ চলাকালে আকস্মিকভাবে ২টি পিআইসির দুটি স্থানে বাঁধের মাটি ধসে গিয়ে পার্শ্ববর্তী নদীগর্ভে চলে যায়। ফলে বাঁধ গুলো অধিক ঝূঁকিপূর্ণ হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজ চলমান রয়েছে। তবে এর পরেও বাঁধগুলো মারাত্মক ঝূঁকিতে রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী বাঁধগুলোর কাজ দ্রুত ও মজবুতভাবে সম্পন্ন করার জন্য বাঁেধর সাথে সংশ্লিষ্টদের জরুরী নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি হাওরের সবগুলো বাঁধ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সাব্বির আহমদ আখঞ্জী, উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, বাঁধ নির্মাণে উপজেলা কারিগরি কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, এলজিইডি উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পাউবোর কার্য সহকারী মোঃ আল আমিন, ২নং পিআইসির সভাপতি লিয়াজ উদ্দিন, ৭নং পিআইসির সভাপতি মোঃ লাকি মিয়াসহ স্থানীয় জনসাধারণ।