ছাত্রদল থেকে বহিষ্কার
নবীগঞ্জে রাসুল (সাঃ) কে কটূক্তিকারী অনির্বাণ গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৯:৫১ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি রাসুল (সাঃ) কে কটূক্তি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার সকালে পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসঙ্গত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দুটি পোস্ট করেন অনির্বাণ। ৯ ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে অনির্বাণ রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। অনির্বাণকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবি করে শতাধিক পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারীরা।
গত রোববার নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে গণস্বাক্ষর দিয়ে অনির্বাণকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এরপরই তাকে গ্রেফতারে পুলিশ এবং গোয়েন্দারা তৎপর হয়ে উঠে। ইতোপূর্বেও অনির্বাণের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। বার বার ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করে সে রক্ষা পেয়ে যায়।
এ প্রসঙ্গে অনির্বাণ তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে। এরপর থেকে তার আইডি ফেসবুকে পাওয়া যায়নি।
এদিকে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্টের সুনির্দিষ্ট অভিযোগে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত রোববার জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।