রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সিলেটে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৩:২১ অপরাহ্ন
আসন্ন পবিত্র মাহে রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর বন্দরবাজার পয়েন্টে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পারভেজ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা কমিটির উপদেষ্টা সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, অধ্যাপক এম শফিকুর রহমান, কোষাধ্যক্ষ সাংবাদিক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক মো: দুলাল হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান রায়না বেগম, ক্যাবের সদস্য ডা: আব্দুর রকিব, প্রবাসী ডা: সৈয়দ মাসুক আহমদ, প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান, তানভির হোসেন চৌধুরী, প্রফেসর প্রাণকান্ত দাস, আতেফ চৌধুরী, শিক্ষিকা ফরিদা বেগম, খাদিজা খাতুন, মাওলানা আছলাম রহমানী, আনোয়ার চৌধুরী, ব্যবসায়ী মনু মিয়া, সুশান্ত কুমার ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি