সিলেটে জেলা ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৭:৩৮ অপরাহ্ন
সিলেটের জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় নানামুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা সমাজে শাস্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করছেন। তারা সন্ত্রাস, মাদক ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে সমাজে অসামান্য ভূমিকা রাখছেন।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশিদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবিদ হাসান ও ইবাদুর রহমান। বিজ্ঞপ্তি