বিমানে লন্ডন প্রবাসীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪২:০৫ অপরাহ্ন
লন্ডন থেকে সংবাদদাতা : চলন্ত বিমানে সিলেট থেকে লন্ডন যাওয়ার পথে যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ নাগরিক শোয়াইবুর রহমান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর তিনমাস অতিবাহিত হলেও এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দসহ হতভাগ্য শোয়াইবুর রহমানের পরিবার। দেশে-বিদেশে বিভিন্ন সংগঠন এ নিয়ে নিন্দা, প্রতিবাদসহ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি অব্যাহত রয়েছে। তাদের দাবি, অবিলম্বে বিমানে কর্মচারীদের গাফিলতির কারণে যদি এটা হয়ে থাকে তবে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন বিহিত ব্যবস্থা নেয়া হয়। প্রতিবাদকারী সংগঠনের মধ্যে রয়েছে, ভয়েস ফর জাস্টিজ, গ্রেটার সিলেট কাউন্সিল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, প্রবাসী কল্যাণ পরিষদ, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে ।
তারা অভিযোগ করেন, শোয়াইবুর রহমান চৌধুরীকে প্রথমে যে অক্সিজেন দেওয়া হয় সেখানে কোন অক্সিজেনই ছিলোনা বা বিমানে প্রশিক্ষিত কোন ফাষ্ট এইডার বা ডাক্তার ছিলনা । মৃত্যুর পর যাত্রীর লাশকে বিমানের সিটে বসিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয় যার ফলে লাশের প্রতি ঠিকমত সম্মান প্রদর্শন করা হয়নি। এসব বিমানের অব্যবস্থাপনারই নজির। সুতরাং এভাবে আর কাউকে যেন প্রাণ দিতে না হয় সে জন্যই এ সমস্ত অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে হবে ও প্রবাসীদের স্বার্থে বিমানে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এদিকে, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকে এর একটি প্রতিনিধি দল সম্প্রতি নিহত শোয়াইবুর রহমানের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান ও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, সংগঠনের প্রেসিডেন্ট প্রবীন সাংবাদিক মো. রহমত আলী, ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম, মো. আব্দুল বারি, এস এম এ খালিক প্রমুখ। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত শোয়াইবুর রহমান চৌধুরীর আপন ভাই শাহেদ রহমান, পুত্র হাবিবুর রহমানসহ অন্যান্য আত্মীয় স্বজন।
এদিকে, চলন্ত বিমানে যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ নাগরিক সুয়াইবুর রহমান চৌধুরীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্টীটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলী।
যুগ্ম সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মুকিত চুনু এমবিই, সহ সভাপতি ও ব্রিকলেন ট্রাস্টের চেয়ারপারসন শাহ মুনিম, ট্রেজারার মিসবাহ উদ্দিন আহমদ, লিগেল সেক্রেটারি সলিসিটর মনিরুজ্জামান, সাংবাদিক নাজমুল হোসাইন, কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন, ফয়জুর রহমান ফয়েজ, আলমগীর খান, নাসিম আহমেদ চৌধুরী, সাবের চৌধুরী, আনোয়ার খান, মরহুমের ছোট ভাই সাইফুর রহমান চৌধুরী শাহেদ প্রমুখ। তাছাড়া ঘটনার সময় প্রত্যক্ষদর্শী বিমানযাত্রী খলিলুর রহমান সে সময়ের বর্ণনা করেন।
বক্তাগণ এ ঘটনায় বিমানের উদাসীনতা, ব্যবস্থাপনা ও চরম অবহেলার জন্য তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। এইসাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী বিমানে চলন্ত ফ্লাইটে যুক্তরাজ্য প্রবাসী শোয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর তিন মাস অতিবাহিত হয়েছে গত সোমবার। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য কোন তদন্ত কমিটি গঠন বা অন্য কোন ব্যবস্থা গঠন করা হয়েছে কি না বা হয়ে থাকলে তার কোন রিপোর্ট প্রকাশিত হওয়ার খবর পাওয়া যায়নি।