৭ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা জেলা আইনজীবী সমিতির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৬:৪৪ অপরাহ্ন
২০২৪ সালের জন্য ৭ কোটি ৫৬ লক্ষ ৭২ হাজার ৬৭ টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় সমিতির ২নং হলে আয়োজিত সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
সভায় সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল। বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত বাজেট পাশ ও গৃহীত হয়।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ এডভোকেট মো. সালেহ আহমদ (হীরা) ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মাছুম আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট এম আব্দুল করীম আকবরী এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
বাজেট সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট জুবায়ের বখ্ত জুবের, এডভোকেট মোহাম্মদ আকমল হোসেন খান, এডভোকেট দিলোয়ার হোসেন দিলু, এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট মুমিনুর রহমান টিটু প্রমুখ। -বিজ্ঞপ্তি।