এসএসসিতে সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৫৬৪ পরীক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২:৪২:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার থেকে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথা নিয়মে সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্থ ১৫২টি কেন্দ্রে ৯৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
গতকাল বৃহস্পতিবার প্রথমদিন বাংলা প্রথম ১ম পত্র বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ৯২ হাজার ২৬৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯১ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিলো ৫৬৪ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার শতকরা দশমিক ৬১ ভাগ।
সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষ নিয়ন্ত্রক শরীফ আহমেদ সিলেটের ডাককে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা ১ম পত্র বিষয়ে অনুপস্থিত ৫৬৪ জনের মধ্যে সিলেট জেলায় ২১৬, হবিগঞ্জে ১১৩, মৌলভীবাজারে ১০০ ও সুনামগঞ্জে ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষায় কেউ বহিষ্কার হননি বলে জানান তিনি।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল জানিয়েছেন, এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ৪৫ হাজার ১১১ জন এবং মেয়ে ৬৪ হাজার ৪৪৩ জন। ১৫২টি কেন্দ্রের মধ্যে জেলাওয়ারি কেন্দ্রসংখ্যা সিলেটে ৬০, হবিগঞ্জে ৩২, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৪টি।
জগন্নাথপুর : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার প্রথম দিনে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে ২০২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৭২২ ও ছাত্রী ১৩০৬ জন। অনুপস্থিত ছিল ১৩ জন। মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৭০২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬ জন। এছাড়া, কারিগরি শিক্ষায় একটি কেন্দ্রে ২০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ১জন ছাত্রী।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কী কারণে অনুপস্থিত খোঁজ নিয়ে দেখা হবে।