ওসমানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
‘জেনারেল ওসমানীকে বাদ দিলে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১৫:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী। জেনারেল ওসমানীকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। তারা বলে, মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী একসূত্রে গাঁথা। তিনি ছিলেন রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও মূল্যবোধের এক অনন্য প্রতীক। আজকের দিনে বঙ্গবীর ওসমানীর মত দেশপ্রেমিক মানুষের বড়োই প্রয়োজন।
বক্তারা জেনারেল আতাউল গণি ওসমানীর জন্মও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার দাবি জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পরে ‘বঙ্গবীর’ উপাধি শুধু ওসমানীকে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেটিও ছিনিয়ে নেয়া হয়েছে।
সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি : জেনারেল (অব:) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওসমানী জাদুঘর : বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ওসমানী জাদুঘর গতকাল শুক্রবার বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের যুব সংগঠক শাহ আবিদ আলী, সিটি ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সাংবাদিক সাঈদ চৌধুরী টিপু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম গাজী, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা ব্যবস্থাপক আনিছুজ্জামান, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইসিটি প্রধান রাশেদুল আলম প্রদীপ, বীর মুক্তিযোদ্ধা সোয়েব আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওসমানী জাদুঘরের সহকারী কিপার মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী ফয়সাল আহমদ।
বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ : বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী’র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ, জাতীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী হলরুমে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। পরিষদের জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, যুক্তরাষ্ট্র মানবাধিকার নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মনির আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম. এ হান্নান, কানাডা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ইয়াহহিয়া আহমদ, বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী উদ্যাপন পরিষদ, জাতীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব ডাঃ এম এ রকিব, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ : বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হযরত শাহপরান (রহ.) আল কোরআন সেন্টারে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয় এবং বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল শেষে বঙ্গবীরের মাজারে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়। মিলাদ মাহফিল ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সহ সভাপতি এডভোকেট আব্দুল মালিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. খলিলুর রহমান চৌধুরী, মো. রায়হান, কোবাদ বখত চৌধুরী রুবেল আহমেদ, আবুল কাশেম হেলাল, শিল্পী তুহিন আহমদ, সমাজকর্মী হুশিয়ার আলম, বিশিষ্ট সাংবাদিক ইয়াহহিয়া চৌধুরী, মাওলানা ক্বারী হাফিজ আবু ইউসুফ চৌধুরী, হাফিজ মো. আব্দুস সালাম, হোসাইন আহমদ সিরাজ, আব্দুস সোবহান, জমির উদ্দিন, দেলওয়ার হোসেন, বিল্লাল আহমেদ, হাবিব উল্লাহ, আবুল লেইছ, মো. জাহেদ আহমদ, নুরুল ইসলাম, গৌছ মিয়া, আইয়ুব আলী, জামাল উদ্দিন, আব্দুল খালেক, মো. নায়েক আহমদ, মুজিবুর রহমান, হোসাইন আহমদ, সাব্বির আহমদ শুভ, ফারুক আহমেদ, মাছুম আহমেদ, শাহ মৃদুল মিলাদ, রাহী আহমেদ, কিবরিয়া মিয়া, সাইফ উদ্দিন, মনির উদ্দিন প্রমুখ।
ভাসানী-ওসমানী স্মৃতি সংসদ : ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর ৪০ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে শাহজালাল দরগাহ প্রাঙ্গণের কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত, বিকালে সাহেব নগরস্থ সংসদের কার্যালয়ে ওসমানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল। সংসদের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। সভায় বক্তব্য রাখেন জহির আলী, ফারুক মুহাম্মদ ওসমানী প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ওসমানী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।