সুনামগঞ্জে ফসলরক্ষা
নদীর পাড় কেটে হাওরের বাঁধ নির্মাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪০:০৪ অপরাহ্ন

সুনামগঞ্জ সংবাদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম যেনো পিছু ছাড়ছে না। কিছু দিন পূর্বেও পুরাতন বাঁধ কেটে বাঁধের মাটি বাঁধেই দেওয়ার অভিযোগে একাধিক পত্রিকার শিরোনামে আসে শান্তিগঞ্জ উপজেলার বাঁধ নির্মাণ কাজের অনিয়মের চিত্র। এবার নদীর পাড় কেটে হাওরের বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার কাউয়াজুরি হাওরে ৩৫ নং উপপ্রকল্পের পিআইসির বিরুদ্ধে পুরাতন সুরমা নদীর পার কাটার অভিযোগ করেন স্থানীয়রা। নীতিমালা লঙ্ঘন করে নদীর পাড় কেটে পানি উন্নয়ন বোর্ড বাঁধে মাটি ফেললেও পরিবেশ বিধ্বংসী এই কাজ বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছেননা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কাকচিরা এলাকার কাউয়াজুরী হাওরের প্রকল্প এলাকায় গিয়ে নদী পাড় কাঁটার সত্যতা পাওয়া যায়। এ সময় দেখা যায়, এক্সেভেটর দিয়ে পুরাতন সুরমা নদীর পাড় কেটে মাটি বাঁধে নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট পিআইসির লোকজন। পার কাটার বিষয়ে জানতে চাইলে পার কাটার অনুমতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়েছেন বলে জানিয়েছেন পিআইসির সভাপতি কবির হোসেন।
সংশ্লিষ্ট পিআইসি এলাকা ঘুরে দেখা যায়, পিআইসির দুইটি ভাঙ্গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙ্গায় কোনোভাবে মাটি ফেলা হলেও নিচে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পানির প্রথম ধাক্কায় ভাঙ্গার মাটি ধস দেখা দিতে পারে। এতে কাউয়াজুরি হাওরের ফসল ডুবির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাসির জানিয়েছেন, ৩৫ নং প্রকল্পটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধের দুইটি ভাঙ্গা যেভাবে ভেঙ্গেছে ; যদি নিচে কোনো মাটি ভর্তি না করা হয় .তাহলে পানি আসলে বাঁধ ভাঙ্গার সম্ভাবনা রয়েছে।
নদীর পার কেটে বাঁধ দেয়ার ব্যাপারে তিনি বলেন, নদীর পার কেটে কিভাবে মাটি নিয়ে যাচ্ছে পিআইসির লোকেরা -এটি আমাদের বোধগম্য নয়। এটি নীতিমালার মধ্যে পড়ে না। নদীর পারে একটি রাস্তা রয়েছে। নদীর পাড় কাটায় রাস্তার ক্ষতি হবে।
নদীর পাড় কাটার ব্যাপারে পিআইসির সভাপতি কবির হোসেন বলেন, ইউএনও ও এসও কাজ দেখে গেছেন। তারা তো কোনো বাধা দেননি। এতে আরও নদী খনন হবে বলে এসও উল্লেখ করেছেন।
পাউবো’র শান্তিগঞ্জ শাখা কর্মকর্তা ইয়াছিন খান বলেন, নদীর পার কাটার ব্যাপারে পিআইসিকে কেউ অনুমতি দেয়নি। পার কাটার খবর শুনে আমি সরেজমিনে সেখানে গিয়ে সেটি বন্ধ করেছি । পিআইসিকে সতর্ক করা হয়েছে-আর যেনো এমন কাজ না হয়। আর যে জায়গায় কাটা হয়েছে তা ভরাট করার জন্যে বলে দেয়া হয়েছে।