সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:০৫:৪৫ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘সরকার সর্বক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করে দেশের সাধারণ মানুষদের পথে বসিয়ে দিয়েছে। আর তারা সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। শীতের মৌসুমেও শাবসবজির দাম লাগামহীন। এমন পরিস্থিতিতে একটি দেশ চলতে পারে না। তাই দেশকে সংকটমুক্ত করতে হলে এই সরকারের বিদায় নিশ্চিত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল শনিবার বাদ যোহর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাইয়ুম চৌধুরী আরো বলেন, ‘এ সরকার গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকার জন্য নতজানু পররাষ্ট্রনীতি এবং আপোসকামিতার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। অরক্ষিত সীমান্তে দেশের নাগরিকগণ একের পর এক খুন হচ্ছেন। কিন্তু, সরকার এর কোন প্রতিবাদ করছে না। আর তাই, গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সচেতন জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- একেএম তারেক কালাম, শহিদ আহমদ চেয়ারম্যান, সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, ময়নুল হক, আব্দুল লতিফ খাঁন, এডভোকেট আল আসলাম মুমিন, আজিজুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম, কুমকুম ফাহিমা, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, ইসমাইল হোসেন সেলিম, জাহেদ আহমদ, হাসান মঈন উদ্দিন আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মালিক মল্লিক, শামিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি