জালালাবাদ গ্যাস অফিসে সার্ভার রুম ও ডাটা সেন্টার উদ্বোধন
‘সিলেটের সব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আনা হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৫:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অপচয়রোধে দেশের সব গ্রাহককে প্রিপেইড গ্যাস মিটারের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে ৮০ শতাংশ গ্রাহকই প্রিপেইড মিটারের আওতায় আসবেন।
গতকাল শনিবার সকালে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওই প্রতিষ্ঠানের গ্যাস মিটার স্থাপন বিষয়ক সার্ভার রুম ও ডাটা সেন্টার উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জালালাবাদ গ্যাস এরই মধ্যে ৫০ হাজার গ্রাহকের গ্যাস মিটার কানেক্ট করেছে। এ প্রতিষ্ঠানের আওতাধীন আরো দেড় লাখ গ্রাহক প্রিপেইড গ্যাস মিটারের আওতায় আসবেন। গ্যাসের অপচয় রোধে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। জালালাবাদ গ্যাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তিতাসের পক্ষ থেকে এরই মধ্যে বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। বিশ^ব্যাংক, এশিয়ান ডেভেলপম্যান্ট ব্যাংক ও জাপানের জেপি’র অর্থায়নে তিতাস ও কর্ণফুলির জন্য ৩০ লক্ষ গ্যাস মিটার স্থাপন করা হবে।
তিনি বলেন, গ্যাস মিটার স্থাপন হলে অবৈধ সংযোগ থাকবে না। তিতাস এরই মধ্যে ৭ লাখ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে জানান তিনি। তবে, জালালাবাদ গ্যাসে কোন অবৈধ সংযোগ নেই বলে জানান তিনি। এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো: হাবিবুর রহমান ও জালালাবাদ গ্যাসের এমডি মো: আতিকুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।