গঙ্গা-পদ্মা মেলবন্ধন’র সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৩:০৭ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিক কর্মীদের নিয়ে পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা-পদ্মা মেলবন্ধন-এর সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে আয়োজিত গঙ্গা পদ্মা মেলবন্ধন সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের সৃজনশীলতাকে যেমন বিকশিত করে তেমনিভাবে সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন দুই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই, এই আয়োজন দুই দেশের সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রজন্ম দুই দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
প্রধান অতিথি আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের গভীরতা বিশাল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ কখনো ভুলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছে, সেখানে ভারতের অংশগ্রহণও প্রশংসনীয়। ভারত বন্ধু প্রতীম রাষ্ট্রের মতোই বাংলাদেশকে সহযোগিতা করেছে। দুই দেশের এই সম্পর্ক চলমান থাকলে ভারত যেমন এগিয়ে যাবে, তেমনিভাবে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে।
গঙ্গা পদ্মা মেলবন্ধন সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উদযাপন পর্ষদের আহবায়ক এডভোকেট ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেটের সভাপতি এডভোকেট মো: মামুন হোসেন, কলকাতার বাচিকশিল্পী ও উপস্থাপক নন্দিনী লাহার এবং আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক রণদ্বীপ চৌধুরী লিংকনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী ভারতীয় হাইকমিশনার শকুন্তলা কালরা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সহকারী ভারতীয় হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গান্ধী ট্রাস্ট বাংলাদেশ এর ট্রাস্টি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পশ্চিমবঙ্গের বর্ষিয়ান নাট্যকর্মী ও বাচিকশিল্পী শ্রী সত্যকাম বাগচী, আগরতলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মানিক দেব, গঙ্গা পদ্মা মেলবন্ধন আগরতলার সভাপতি ডা: ভোলানাথ সাহা।
আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গা পদ্মা মেলবন্ধনের প্রতিষ্ঠাতা অজন্তা দেব বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত, গঙ্গা পদ্মা মেলবন্ধন সিলেটের সভাপতি বিকাশ কান্তি দাস, আন্তর্জাতিক রবীন্দ্র চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য শিশির রঞ্জন সরকার, ইউএস বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আবু সালেহ আহমদ, গঙ্গা পদ্মা মেলবন্ধন সিলেটের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি। সম্মানিত অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা: মো: মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ থেকে শিল্পীবৃন্দ সাংস্কৃতিক পর্বে নৃত্য, গান, আবৃত্তি ও নাটকে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মিন্টু চন্দ্র দাস, শিক্ষক যিশু তোষ দাস, জাহাঙ্গীর আলম, অর্পিতা দাস, প্রভাষক লিয়াকত আলী, সৌমিত্র চক্রবর্ত্তী, রাহামানা সাব্বির চৌধুরী, সেলীনা চৌধুরীসহ প্রায় চারশত সংস্কৃতি প্রিয় মানুষ।-বিজ্ঞপ্তি