কিডনি ফাউন্ডেশন সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৬:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: কিডনি ফাউন্ডেশন, সিলেট এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, কিডনি রোগীদের কল্যাণে সিলেট কিডনি ফাউন্ডেশন যুগান্তকারী ভূমিকা পালন করছে। ২০২৩ সালে ১৫ হাজার ৪৩৩টি ডায়ালাইসিস সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সেসময় কিডনি ফাউন্ডেশন সিলেট ৭৮ লক্ষ ৫২ হাজার ৪১৬ টাকা ভর্তুকী দিয়েছে। কিডনি ফাউন্ডেশনের হাসপাতালের শতকরা ৬১ ভাগ রোগীকে ভর্তুকী দিয়ে এই সেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া, শতকরা ৮ ভাগ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে এবং ১৮ শতাংশ রোগীকে অর্ধেক মূল্যে এবং ৩৫ শতাংশ রোগীকে বিভিন্নভাবে ভর্তুকী দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। কিন্তু ২০১৮ সালে মাত্র ৬ টি ডায়ালাইসিস মিশন দিয়ে শুরু হওয়া এই হাসপাতালে বর্তমানে ২৬ টি ডায়ালাইসিস মেশিন ৩ শিফটে প্রতিদিন ৫৫ থেকে ৬০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা দিচ্ছে। সকল মহলের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও কিডনি ফাউন্ডেশন সিলেটের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম (অব.), ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার সৈয়দ জাকি হোসেন, কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর হারুনুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর টাইনি এফ রশিদ, ট্রাস্টি মেম্বার মীর হাকিম, ডা. মালেকা জাফরিন আহমেদ, ডা. নাজমুস সাকিব, ইঞ্জিনিয়ার হাবিব আহসান বাবলু, চ্যানেল এস ইউকে-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, ডা. খালেদ মহসিন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কিডনি ফাউন্ডেশন সিলেট-এর কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী।
রাশেদা কে চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কিডনি ফাউন্ডেশন সিলেটে কিডনি রোগীদের সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের এই সেবায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, যাতে সমাজের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা সৃষ্ট হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিডনি ফাউন্ডেশন পরিচালিত কিডনি হাসপাতালে আমরা মানুষকে যাতে ফ্রি ডায়ালাইসিস সেবা প্রদান করতে পারি সেই প্রচেষ্টা চালাতে হবে।
বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে ‘প্রিভেনশন অ্যান্ড আরলি ডায়াগনোসিস অফ কিডনি ডিজিজ ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমদ, ডা. হারুনুর রশিদ, অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে, ডা. খালেদ মহসিন। এ সময় উপস্থিত ছিলেন ডা. শোয়েব আহমেদ চৌধুরী, ডা. রেজওয়ানা, ডা. আরিফ রেজা ও ডা. বায়েজিদ প্রমুুখ।