সিলেটে বিভাগীয় অপরাজিতা সম্মেলন
সংরক্ষিত আসনের গন্ডি ছাপিয়ে সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। নগরীর একটি অভিজাত সেন্টারে আয়োজিত সম্মেলনে সিলেট অঞ্চলের শতাধিক অপরাজিতারা অংশগ্রহণ করেন। সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত নারীরা ১১টি স্টলে নারী অধিকার নিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও কার্যক্রম এবং বিভিন্ন পণ্যসামগ্রী তুলে ধরেন। অনুষ্ঠানে নারী নেত্রীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে নারীদেরকে শুধুমাত্র মহিলা বিষয়ক সম্পাদক একটি পোস্ট দিয়ে রাখা হয়েছে। নারীরা কেন সহ-সভাপতি হতে পারবেন না মর্মেও তারা প্রশ্ন করেন। নারী নেত্রীরা বলেন, আমরা বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে কাজ করছি। আমরা সংরক্ষিত আসনের গন্ডি ছাপিয়ে সাধারণ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ের মূল কমিটিতে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
সম্মেলন উদ্বোধন করে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, শেখ হাসিনার সরকার নারীর আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নাজরা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, জাসদ সিলেটের সহসভাপতি শামীমা আখতার ও সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফর উদ্দিন, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সমাজসেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, অপরাজিতা প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, অপরাজিতা প্রকল্প সমন্বয়কারী শেফালি বেগম প্রমুখ।
অপরাজিতাদের মধ্যে বক্তব্য রাখেন ফিরুজা খানম, রুনা সুলতানা, সাথী রানী দেবনাথ, রাজনা আক্তার সীমা, রুনা বেগম, মারজানা তাহরিন, নিগার সুলতানা, স্বপ্না শাহীন, প্রতিমা রানী প্রমুখ। এসময় নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী নেত্রীরা।