প্রবাসীর চেক হাতিয়ে টাকা উত্তোলনের সময় চিঠি বিলিকারী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১:১৬:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদকে প্রবাসীর পাঠানো চেক গায়েব করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় আটক করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানা পুলিশ মামলা দায়ের করে চিঠি বিলিকারী রায়হান আহমদকে কারাগারে পাঠিয়েছেন। এ ঘটনায় জেলায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংক, মৌলভীবাজার মডেল থানা ও ডাকঘর সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা ইয়াসমিন নিলু তার ভাই ওয়াদুদ আহমদ মুফতির কাছে ডাকযোগে দুই লক্ষ টাকার একটি চেক পাঠান। চিঠি বিলিকারী রায়হান আহমদ চিঠি গায়েব করে চেক তার আয়েত্তে নেন। পরবর্তীতে রায়হান আহমদ গত ১৪ ফেব্রুয়ারি মৌলভীবাজার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একটি চিঠি দেন। এতে লেখা ছিল চেকে উল্লেখিত টাকা নিলুফা ইয়াসমিন নিলু এর আত্মীয় রায়হান আহমদ এর কাছে দেয়ার জন্য । এই চিঠি পেয়েই ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়। এই দিন নিলুফা ইয়াসমিন নিলু নামীয় মেইল থেকে চেকে উল্লেখিত টাকা রায়হানকে দেয়ার জন্য অনুরোধ করা হয়। সেখানেও লেখা ছিল পারিবারিকভাবে তিনি নানা সমস্যায় আছেন। ফোন দিতে পারবেন না, চেকের টাকা আত্মীয় রায়হান আহমদ এর কাছে দিয়ে দিবেন। এক পর্যায়ে ১৫ ফেব্রুয়ারি চিঠি বিলিকারী রায়হান আহমদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেননি। ব্যাংক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিলুর হিসাব বিবরণীতে দেয়া নম্বরে ফোন দিলে নিলুফা ইয়াসমিন নিলু বলেন, রায়হান আহমদ নামে কারো কাছে তিনি চেক দেননি। চেকটি তার ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে খবর দেন। মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠান।
যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা ইয়াসমিন নিলু’র ভাই ওয়াদুদ আহমদ মুফতি বলেন, তার বোন দুই লক্ষ টাকার চেক সরকারি ডাক যোগে আমার কাছে পাঠান। কিন্তু তিনি চেক পাননি। মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদ চেক গায়ের করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে।
এবিষয়ে মৌলভীবাজার প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো: আব্দুল কাদের বলেন, রায়হান আহমদ রাজস্বভুক্ত কর্মচারী নয়। তার এ অপরাধের জন্য আমরা দায় নিতে পারব না। মনে হয় তার পেছনে বড় একটি সিন্ডিকেট কাজ করছে। জিজ্ঞাসাবাদ করলে মূলহোতা বের হয়ে আসবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম বলেন, মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।