বিশ্বনাথে কৃষি ব্যাংক’র গ্রাহকসেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা
‘প্রধানমন্ত্রী কৃষিকে গুরুত্ব দেন বলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিবান্ধব। তিনি কৃষিকে গুরুত্ব দেন বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার উদ্যোগে আয়োজিত ‘ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক’র সিলেট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, বাংলাদেশ কৃষি ব্যাংক’র প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য বাংলার কৃষকসহ আমাদের সবাইকে স্মার্ট হতে হবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে কৃষি ব্যাংকের প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধাগুলো জনসম্মুখে তুলে ধরতে হবে। এতে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। আর এতে সার্থক হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষি ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বলেন, কৃষি ও কৃষকদের প্রাণ হলো কৃষি ব্যাংক। এটিকে গণমানুষের ব্যাংক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছেন সেই ব্যাংকের ১ হাজার ৩৮টি শাখা আন্তরিকতার সাথে গ্রাহক সেবা দিয়ে চলেছে। ম্যানুয়েল ব্যাংকিং থেকে এখন অনলাইন ব্যাংকিংয়ে পরিণত হয়েছে কৃষি ব্যাংক। এই ব্যাংকে আছে এটিএম বুথ, চালু হয়েছে কিউআর কোড। কৃষি ব্যাংক গ্রাহকরা অচিরেই ‘এ্যাপসের’ মাধ্যমে ঘরে বসে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
শওকত আলী খান আরো বলেন, কৃষি ব্যাংক গ্রাহকদের মতামতের ভিত্তিতে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অন্যান্য ব্যাংকের তুলনায় কৃষি ব্যাংকে সুদের হার ১ পার্সেন্ট কম। তাছাড়া, বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষি ব্যাংক গ্রাহকরা স্বল্প সুদে ঋণ নিয়ে উপকৃত হতে পারেন।
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ বলেন, কৃষি ও কৃষকের স্বার্থে কৃষি ব্যাংকের কার্যক্রম অন্যান্য তফসিলী ব্যাংকের চেয়ে অনেক সহজ। এতে সাধারণ মানুষরা সহজেই উপকৃত হতে পারেন।
মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, কৃষির উন্নয়নে সরকারের প্রচেষ্টায় অনেক সফলতা এসেছে। স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক’র সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস। সভায় গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন সাদিকুর রহমান মিজান, উমর খান, সেলিনা খানম, আব্দুর রহমান, রুমি বেগম, রিয়াজুল আলম রিয়াজ, সাদিকুর রহমান, বাবুল কান্তি দাস ও ফারহান উদ্দিন। বক্তারা লোন গ্রহীতাদের সুদের হার কমানো ও ভূর্তুকির জন্য উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত টাকার শতভাগ নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের গ্রাহক সাইদুল ইসলাম ও গীতাপাঠ করে ব্যাংক কর্মকর্তা সৌরভ দাশ।
সভায় অন্যান্যের মধ্যে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, তাজপুর শাখার ব্যবস্থাপক রাতুল দাস, খাজাঞ্জি শাখার ব্যবস্থাপক দিদারুল আলম, ব্যাংক কর্মকর্তা সৌরভ কান্তি দেব, আলী নূর হোসেনসহ ব্যাংকের গ্রাহক-কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।